Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, January 15, 2012

ইতালীয় প্রমোদতরী থেকে কোরিয়ান নব দম্পতি উদ্ধার (ভিডিও)



ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া বালুচরে ধাক্কা খেয়ে হেলে পড়ে। এই ঘটনার এক দিন পর বেঁচে থাকা তিনজন যাত্রীর খোঁজ পেয়েছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা তাঁদের মধ্যে থেকে কোরিয়ান এক দম্পতিকে উদ্ধার করেছে। ওই
দম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছিল। মুঠোফোনে যোগাযোগের পর কেবিন থেকে তাঁদের উদ্ধার করা হয়। আরও একজন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।


যাত্রীদের মৃত্যুর জন্য দায়ী করে কোস্টা কনকর্ডিয়া জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী দল বলেছে, ক্যাপ্টেন জাহাজের যাত্রীদের বের না করে নিজেই জাহাজ থেকে বেরিয়ে গেছেন। এ ছাড়া জাহাজটি কীভাবে তীরের এত কাছাকাছি এল, সে বিষয়টিও অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় জাহাজটির প্রধান কর্মকর্তা সিরো অ্যামব্রোশিওকেও আটক করা হয়েছে। জাহাজটির পরিচালক জানান, জাহাজটি তার নিয়মিত যাত্রার অংশ হিসেবে ওই দিনও যাত্রা শুরু করে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
ইতালির এই প্রমোদতরীটি গত শুক্রবার একটি দ্বীপের কাছে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে সমুদ্রে কাত হয়ে পড়ে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়। আর আহত হন ৭০ জন। এ ছাড়া এখন পর্যন্ত ৪০ যাত্রী নিখোঁজ রয়েছে। ইতালির কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, প্রায় চার হাজারেরও বেশি যাত্রী এবং এক হাজার ২৩ জন নাবিক ছিল ওই প্রমোদতরীতে। লাইফবোট, হেলিকপ্টার ও ছোট ছোট নৌযানের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের ওই দ্বীপের স্কুল, বাড়িঘর ও গির্জায় আশ্রয় দেওয়া হয়। জাহাজে আর কেউ আটকে পড়ে আছে কি না, তা অনুসন্ধানে কেবিন থেকে কেবিনে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কোস্টগার্ড আরও জানায়, জাহাজটিকে আবার পানির ওপর ওঠানো হয়েছে। সেটি ডুবে যাওয়ার আশঙ্কা নেই। রয়টার্স
সূত্র: প্রথমআলো.কম, ১৫/০১/২০১২

No comments:

Post a Comment