Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, November 20, 2011

বাংলাদেশে দুই বেয়াদব!



জাতীয় সংসদে আজ রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদের সমালোচনা করেছেন মহাজোট সরকারের সাংসদরা।

নারী সাংসদদের নিয়ে কটাক্ষ করে চট্টগ্রামে বক্তব্য রাখায় সংসদে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তারা। আজ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন পাঁচজন সাংসদ।
চট্টগ্রামের সাংসদ মঈনউদ্দিন খান বাদল আলোচনা উত্থাপন করে বলেন, নারী সাংসদদের কটাক্ষ করে সম্প্রতি চট্টগ্রামে অশালীন বক্তব্য রাখেন অলি আহমদ। তাঁর এ বক্তব্য চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ ও দৈনিক আজাদীতে প্রকাশ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাদল।
আলোচনায় অংশ নিয়ে মেহের আফরোজ বলেন, ‘অলিকে ক্ষমতা চাইতে হবে। নারী সাংসদদের অপমান করেছেন তিনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
তারানা হালিম বলেন, ‘নারীকে পণ্য হিসেবে উলে¬খ করায় সহকর্মী হিসেবে আমি লজ্জাবোধ করছি। তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।’
চট্রগামের সাংসদ মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে দুইজন বেয়াদব আছেন। এখন একজন জেলে ও অন্যজন বাইরে। দুভাগ্যজনক হলো দুইজনই চট্টগ্রামের।’
সাংসদ অলির বক্তব্যের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘উনার (অলি) কী মা, স্ত্রী ও মেয়ে নেই? তা না হলে এ ধরনের উক্তি করেন কীভাবে? তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে সংসদের কাছে।’
অলি আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্পিকারের বিশেষ অধিকার কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, “তিনি (অলি) কুরুচিপূর্ণ বক্তব্য রেখে সকল সংসদ সদস্য বা সংসদেও অধিকার ও মর্যাদা ক্ষুন্ন করেছেন। তাকে শুধু ক্ষমা চাইলেই হবে না, তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা উচিত।”
বিশেষ অধিকার কমিটির কাছে অলি কোনো সদুত্তর দিলে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সেলিম।

সূত্র: প্রথমআলো.কম

No comments:

Post a Comment