Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Saturday, September 24, 2011

চাষী গাছ!




সম্প্রতি গবেষকরা এমন এক জাতের গাছের সন্ধান পেয়েছেন, যেটি নিজের বীজ নিজেই রোপণ করে। নতুন প্রজাতির ক্ষুদে এ গাছটির সন্ধান মিলেছে ব্রাজিলে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর।

রাটজার্স ইউনিভার্সিটি, স্টেস ইউনিভার্সিটি অ্যাট ফ্রেইরা দা সান্তানা এবং ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে এ ক্ষুদে গাছটিকে নতুন প্রজাতি বলে নিশ্চিত করেছেন।


 
গবেষকরা জানিয়েছেন, এ গাছটি মাত্র ১ ইঞ্চি লম্বা হয় এবং এতে গোলাপি-সাদা ফুল ফোটে। ফুল থেকে ফল হবার পরই গাছটির অদ্ভুত বৈশিষ্ট্যটি চোখে পড়ে।

গাছটি ধীরে ধীরে  মাটির দিকে নুয়ে পড়তে শুরু করে এবং বীজটি মাটিতে যত্ন সহকারে পুঁতে দেয়। এ গাছটি শুকনো মৌসুমে মরে যায় আবার বর্ষার শুরুতে বীজ ফুটে মাতৃগাছের পুঁতে রাখা বীজ থেকে অঙ্কুরোদগম ঘটে। এ পদ্ধতিকে বলে জিওকার্পি।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ফাইটোকিজ’ সাময়িকীতে। গবেষকরা নতুন এ প্রজাতির নাম ঠিক করেছেন স্পেজেলিয়া জেনুফ্লেক্সা (Spigelia genuflexa)।

No comments:

Post a Comment