Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, September 23, 2011

এইচ আই ভি ভাইরাসের কার্যকারিতা নষ্ট

মানবদেহে মারণব্যাধি এইডসের জন্য দায়ী এইচআইভি ভাইরাসকে অকার্যকরের একটি উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা আশা করছেন, এর ধারাবাহিকতায় এইডসের টিকাও উদ্ভাবন করা যাবে। 


হিউম্যান ইমিউনোডিফেসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) নিয়ে গবেষণারত যুক্তরাষ্ট্র ও ইউরোপের এক দল বিজ্ঞানী বলছেন, ভাইরাসটির ঝিল্লি (মেমব্রেইন) থেকে কোলস্টেরল সরিয়ে নিলে এটি আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে না।

গবেষক দলের নেতা লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অ্যাড্রিয়ানো বোয়াসো বলেন, "এটা এক দল সেনা সদস্যের মতো, যারা তাদের অস্ত্র হারিয়েছে, কিন্তু রেজিমেন্টের পতাকা ধরে আছে, যেন বিরুদ্ধ সেনারা তাদের সনাক্ত করে হামলা করতে পারে।"

উদ্ভাবিত কৌশল প্রয়োগ করে ভাইরাসটিকে কীভাবে অকার্যকর করা যায়, তা নিয়ে এখন কাজ করছে গবেষক দল। এ পদ্ধতি ব্যবহার করে সম্ভব হলে একটি টিকা তৈরির চেষ্টাও করবেন তারা।

গবেষণার ফলাফল সোমবার 'ব্লাড' চিকিৎসা সাময়িকীতে প্রকাশ হয়।

প্রতিবছর বিশ্বের ১৮ লাখ মানুষ এইডস রোগে মারা যায়। ২০০৯ সালে বিশ্বের ২৬ লাখ মানুষ এইডসে আক্রান্ত হয়।

বিশ্বের ৩ কোটি ৩৩ লাখ লোক এইডস রোগের ভাইরাস এইচআইভির বাহক।


সূত্র: বিডিনিউজ২৪.কম

No comments:

Post a Comment