মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড দেয়ার পূর্ব মুহূর্তেও চীনের ৪ নারী বেশ হাসিখুশি ছিলেন। তারা হয়তো জানতেন না যে, পরক্ষণেই
তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। আজ থেকে অনেক আগে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, সেই ২০০৩ সালে। কিন্তু তার আগের মুহূর্তের ছবিগুলো এর আগে কখনও দেখা যায়নি। সবমাত্র গত সপ্তাহে তাদের ছবি প্রথমবারের মতো হংকংয়ের টেলিভিশন ফিনিক্স টিভি প্রচার করেছে। ওই চার নারীর নাম মা কিংসিউ, লি জুহুয়া, দাই ডোঙ্গউই এবং হি সিউলিং। একজন ফটোগ্রাফার তাদের ফাঁসিতে ঝোলার সামান্য সময় আগে ছবিগুলো তুলতে পেরেছিলেন। তাতে দেখা গেছে, দাউ ডোঙ্গউই সাবধানতার সঙ্গে কারাগারে নিজের কাপড়গুলো মেঝেতে সুন্দর করে ভাজ করছে। এ সময় তিনি হাসছিলেন। তার কারাকক্ষের এক কোণায় রয়েছে একটি লাল গামলা। এটি ধোয়ামোছার কাজে ব্যহার করা হয়। ম্যাকডোনাল্ডের খাবার দেয়া হয় কয়েদীদের। আরেকটি দৃশ্যে দেখা যায় লি জুহুয়া তার সেলে বসে আছেন। সেখানে তার শেষ ইচ্চার কথা রেকর্ড করা হচ্ছে। তার কয়েক গজ দূরে হি সিউলিং ও মা কিংসিউ মিলে সহবন্দিদের সঙ্গে তাস খেলছেন। কিন্তু পরের দিন সকালেই তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়।
সূত্র: মানবজমিন.কম, ৫/১২/২০১১
No comments:
Post a Comment