নিজেকে রক কিংবদন্তী এলভিস প্রিসলির হারিয়ে যাওয়া কন্যা দাবি করে সমপ্রতি সুইডিশ এক নারী ১৩০ মিলিয়ন ডলারের মামলা ঠুকে দিয়েছেন। মানসিক যন্ত্রণা এবং মানহানির অভিযোগে প্রিসলির আত্মীয়-স্বজনের বিরুদ্ধে এ মামলা করেছেন ৪৩ বছর বয়সী লিসা জোহানসেন।
লিসা দাবি করেছেন, ‘কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলির আসল কন্যা আমি, লিসা মেরি প্রিসলি নন। ১৯৭৭ সালে বাবা মারা যাওয়ার পর অপহরণের আশঙ্কায় আমাকে লিসা মেরির সঙ্গে অদল-বদল করা হয়। এরপর বাধ্য হয়েই আমাকে সুইডেন পাঠিয়ে দেয়া হয়েছিলো। আমার মা প্রিসিলা প্রিসলি। এদিকে এমন অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিসলি পরিবারের আইনজীবী মার্টিন সিঙ্গার বলেছেন, লিসা জোহানসেনের দাবি মোটেও সত্য নয়। প্রিসলি পরিবারের সঙ্গে নিজেকে জড়াতেই এমন মনগড়া কাহিনী রটিয়েছেন তিনি।
No comments:
Post a Comment