কন্যা শিশুটির নাম সিরাইস স্মল। ওর বয়স ১০ মাস। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিস্টল এলাকার এক হাসপাতালে ওর হার্টে অপারেশন হয়েছে। দীর্ঘ সময় ধরে এই ওপেন হার্ট সার্জারির সময় হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে সে মারা যাচ্ছিল। ওই মরণদশা থেকে শিশুটিকে রক্ষা করেছে পুরুষত্বহীনতা চিকিৎসার বহুল আলোচিত ওষুধ ভায়াগ্রা। খবর দ্য ডেইলি মেইল অনলাইনের। শিশুটির মা-বাবা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কন্যাশিশু সিরাইস
স্মল মায়ের পেট থেকেই হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এ ছাড়া তার দেহে অন্য কোনো সমস্যা নেই। গত ২০ এপ্রিল ব্রিটেনের ব্রিস্টল শহরের এক হাসপাতালে তার দেহে ওপেন হার্ট সার্জারি করা হয়। এই অপারেশন করতে সময় লাগে ৬ ঘণ্টা। এত দীর্ঘ সময় ধরে সার্জারির ধকল সহ্য করতে পারছিল না কচি এ শিশুটি। এক পর্যায়ে অপারেশন টেবিলেই তার হৃৎপিণ্ডের কার্যকারিতা আশঙ্কাজনকভাবে কমে যায়। শ্বাস-প্রশ্বাস না নিতে পারার কারণে তার শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয়। ওর দেহে স্পষ্ট হয়ে ওঠে মৃত্যুর চিহ্ন। শল্যচিকিৎসকরা ঘাবড়ে যান, এই বুঝি শিশুটি মারা গেল। এ অবস্থায় ডাক্তাররা শিশুটির শরীরে স্যালাইনের সঙ্গে তরল ভায়াগ্রা প্রয়োগ করেন। এতে শিশুটির হার্ট বেশ সতেজ হয়ে ওঠে এবং সে বেঁচে যায়। সফল হয় জটিল এই হার্ট সার্জারি।
সিরাইস স্মলের বাবার নাম গ্যারিথ। মা ক্যারি স্মল। তারা বলেন, 'আমরা মেয়েটির আশা ছেড়েই দিয়েছিলাম। ভায়াগ্রাকে ধন্যবাদ, ওটি আমাদের বাচ্চার জীবন বাঁচিয়েছে। তারা চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।'
উল্লেখ্য, প্রথমে হৃদরোগ চিকিৎসার ওষুধ হিসেবে ভায়াগ্রা বাজারজাত করা হয়। পরে এ ওষুধ যৌন উত্তেজক বড়ি হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পায়।সমকাল ডেস্ক
No comments:
Post a Comment