Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, June 10, 2011

২০১১-১২ অর্থবছরের বাজেট কাঠামো

খাত ২০১১-১২ (প্রস্তাবিত বাজেট)
কোটি টাকায় জিডিপির শতকরা হার
রাজস্ব আয় ১,১৮,৩৮৫ ১৩.২
এনবিআর কর রাজস্ব ৯১,৮৭০ ১০.২
এনবিআর-বহির্ভূত কর রাজস্ব ৩,৯১৫ ০.৪
করবহির্ভূত রাজস্ব ২২,৬০০ ২.৫
সরকারি ব্যয় ১,৬৩,৫৮৯ ১৮.২


অনুন্নয়ন ব্যয়সহ অন্যান্য ব্যয় ১,১৭,৫৮৯ ১৩.১
বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৪৬,০০০ ৫.১
বাজেট ঘাটতি ৪৫,২০৪ ৫.০
ঘাটতি অর্থায়ন:
অভ্যন্তরীণ উৎস ২৭,২০৮ ৩.০
বৈদেশিক উৎস ১৭,৯৯৬ ২.০

রাজস্ব আয় প্রাক্কলন
 ২০১১-১২ অর্থবছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা, যা জিডিপির ১৩.২ শতাংশ।
# এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে ৯১ হাজার ৮৭০ কোটি টাকার কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে (জিডিপির ১০.২ শতাংশ)।
# এনবিআর-বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ৩ হাজার ৯১৫ কোটি টাকা (জিডিপির ০.৪ শতাংশ)।
করবহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে ২২ হাজার ৬০০ কোটি টাকা (জিডিপির ২.৫ শতাংশ)।
ব্যয় প্রাক্কলন
 ২০১১-১২ অর্থবছরে বাজেটের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা।
# এবারের বাজেটে অনুন্নয়নসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা (জিডিপির ১৩.১ শতাংশ)।
# বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা (জিডিপির ৫.১ শতাংশ)।
বাজেট ঘাটতি
 সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির ৫.০ শতাংশ।
# ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকা (জিডিপির ২.০ শতাংশ)।
# অভ্যন্তরীণ সূত্র থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা (জিডিপির ৩.০ শতাংশ) নির্বাহ করা হবে।
# অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে সংগৃহীত হবে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা (জিডিপির ২.১ শতাংশ)
ব্যাংকবহির্ভূত খাত থেকে নির্বাহ করা হবে ৮ হাজার ২৫১ কোটি টাকা (জিডিপির ০.৯ শতাংশ)।

No comments:

Post a Comment