Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Monday, June 6, 2011

বিশ্বে ব্যবহৃত টপ ১০ ভাষা



০১: ম্যান্ডারিন চাইনিজ
বিশ্বে ১,১২০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, চীন, মালয়েশিয়া, তাইওয়ান এবং সিংগাপুরে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০২: ইংলিশ
বিশ্বে ৫১০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে ই্উ. এস. এ, ইউ. কে, অষ্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।


০৩: হিন্দি
বিশ্বে ৪৯০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ভারতে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০৪: স্প্যানিশ
বিশ্বে ৪২৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, দক্ষিণ ও মধ্য আমেরিকা, ই্উ. এস. এ, স্পেনে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০৫: আ্যরাবিক
বিশ্বে ২৫৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, মধ্য প্রাচ্য, আরব, আফ্রিকার উত্তরাঞ্ছলে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০৬: রাশিয়ান
বিশ্বে ২৫৪ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, রাশিয়া এবং মধ্য এশিয়াতে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০৭: পর্তুগিজ
বিশ্বে ২১৮ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ব্রাজিল, পর্তুগাল, এবং আফ্রিকার দক্ষিণাঞ্ছলে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০৮: বাংলা
বিশ্বে ২১৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্ছলে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

০৯: মালয়
বিশ্বে ১৭৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিংগাপুরে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

১০: ফ্রেন্চ
বিশ্বে ১৩০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ফ্রান্স, কানাডা, পশ্চিম ও মধ্য আফ্রিকায় ভাষাটি বেশী ব্যবহৃত হয়।

মাতৃভাষা হিসেবে ক্রমটা এরকম:
১. ম্যান্ডারিন (৮০ কোটি)
২. স্প্যানিশ ( ৩৩ কোটি)
৩. ইংরেজি (৩৩ কোটি)
৪. হিন্দি+উর্দু (১৮+৬=২৪ কোটি)
৫. আরবি (২২ কোটি)
৬. বাংলা (১৮ কোটি????)
৭. পর্তুগিজ (১৮ কোটি)
৮. রাশিয়ান (১৪ কোটি)
৯. জাপানি (১২ কোটি)
১০. জার্মান (৯ কোটি)

তথ্যসূত্র: Ask Me Anything, Every Fact You Ever Wanted To Know

 সামহোয়ারইনব্লগ.কম

No comments:

Post a Comment