Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, June 10, 2011

১৪ বছরেই পেশাদার সনদ!

ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের জন্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে ওয়েব জগতে নানা কাজের জন্য বর্তমান সময়ে পিএইচপি অন্যতম জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। কেতাবি ভাষায় যাকে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। নিয়মিতভাবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সংযোজনের মাধ্যমে এই ভাষার উন্নয়ন করা হচ্ছে। জেন্ড হলো এমন একটি প্রতিষ্ঠান, যেটি দক্ষ পিএইচপি ডেভেলপার বা প্রোগ্রামার তৈরির ক্ষেত্রে সহায়তা করে। পিএইচপি ভাষায় যাঁরা দক্ষ প্রকৌশলী তাঁদের সনদপত্র দিয়ে থাকে জেন্ড। পিএইচপির বর্তমান অবস্থানে আসার পেছনে জেন্ড বিশেষ ভূমিকা রেখেছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষা এবং শুধু জেন্ড ফ্রেমওয়ার্কের ওপর পেশাদারি সনদপত্র দেয় প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন স্থান থেকে পিএইচপি প্রোগ্রামাররা এই পরীক্ষার মাধ্যমে পেশাদারি সনদপত্র অর্জন করে থাকেন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৩৪ জন জেন্ড সার্টিফায়েড
ইঞ্জিনিয়ার (জেডসিই) রয়েছেন। সর্বপ্রথম হাসিন হায়দার এই সম্মান লাভ করেন। বাংলাদেশিদের এই তালিকায় সর্বশেষ নামটি শাহজাদ নূর তাউসের। ২৮ মে জেন্ড সনদপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে শাহজাদ নূরের নাম (www.zend.com/ zce.php?c=ZEND017175)। এখানেই বিস্ময়। শাহজাদের বয়স মাত্র ১৪ বছর। তার জন্ম ১৯৯৬ সালের ২৯ অক্টোবর। শাহজাদ ঢাকার আগা খান স্কুলের ছাত্র। অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ঠিক আগের দিন সে এই জেন্ড সার্টিফিকেশন পরীক্ষায় অংশ নিয়েছিল। শাহজাদ জানায়, কয়েক বছর ধরে ডেস্কটপ কম্পিউটার এবং ওয়েবের জন্য প্রোগ্রামিং করছে সে। শুধু ওয়েব প্রোগ্রামিং নিয়ে আছে দুই বছর ধরে। সম্প্রতি সে একটি প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ শুরু করেছে। তার এ সফলতার ক্ষেত্রে তার বাবা শাহনূর রহমান এবং মা মিতা নূরের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে শাহজাদ বলে, আমার বাবা এবং মা দুজনই সব সময় আমার কাজে অনুপ্রেরণা দিয়ে থাকেন, পাশাপাশি আমার বন্ধুরাও আমাকে বিশেষভাবে সহযোগিতা করে থাকে। ইন্টারনেটের মাধ্যমে সাধারণের কাজে লাগে এমন প্রোগ্রাম তৈরির কাজ করতে চায় শাহজাদ। জেন্ডের এই সনদপত্র পিএইপি প্রোগ্রামারদের পেশাদারির ক্ষেত্রে বিশেষ সহায়তা করে থাকে। জেন্ড একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং তাদের এই সনদপত্র পৃথিবীর প্রায় সব দেশেই গ্রহণ করা হয়। জেন্ডের ওয়েবসাইটে সনদপত্র পাওয়া সব প্রকৌশলীর তালিকা থাকে এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এখানথেকে সরাসরি তাদের প্রতিষ্ঠানে ডেভেলপার হিসেবে নিয়োগ দিয়ে থাকে।


সূত্র: প্রথম আলো

No comments:

Post a Comment