Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Monday, June 6, 2011

একনজরে আজম খান

পুরো নাম: মোহাম্মদ মাহবুবুল হক খান
জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৫০
মৃত্যু: ৫ জুন ২০১১
জন্মস্থান: ১০ নম্বর সরকারি কোয়ার্টার, আজিমপুর কলোনি, ঢাকা
স্কুল: ১৯৫৫ সালে প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণীতে এবং ১৯৫৬ সালে কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাথমিকে ভর্তি হন। তিনি ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। 







কলেজ: ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।
পেশা: সংগীতশিল্পী
বিশেষত্ব: দেশপ্রেমিক ও মানবদরদি, একাত্তরের মুক্তিযোদ্ধা, বাংলা পপসংগীতের জনক।
উপাধি: পপসম্রাট আজম খান, কিংবদন্তি আজম খান, গুরু নামে খ্যাত।
মায়ের নাম: মৃত জোবেদা খানম।
বাবার নাম: মৃত মোহাম্মদ আফতাব উদ্দিন খান।
বাবার পেশা: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্ট। ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথির চিকিত্সক ছিলেন।
আজম খানের বিয়ে: ১৯৮১ সালের ১৪ জানুয়ারি ঢাকার মাদারটেকে তিনি বিয়ে করেন। তখন তাঁর বয়স ছিল ৩১ বছর। স্ত্রীর নাম: সাহেদা বেগম
প্রথম সন্তান: ইমা খান
নাতনি: কায়নাত ফাইরুজ বিনতে হাসান
দ্বিতীয় সন্তান: হূদয় খান
তৃতীয় সন্তান: অরণী খান
বর্তমান ঠিকানা: ২ নম্বর কবি জসীমউদদীন রোড, কমলাপুর, ঢাকা-১২১৭।
বড় ভাই: সাইদ খান
পেশা: সরকারি চাকরিজীবী
মেজো ভাই: আলম খান
পেশা: গীতিকার ও সুরকার
ছোট ভাই: মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান
পেশা: ব্যবসা
ছোট বোন: শামীমা আক্তার খানম

No comments:

Post a Comment