Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, June 12, 2011

ভয়ংকর বৃক্ষ!



প্রকৃতি কখনও কখনও খেয়ালি আচরণ করে, যার কার্যকারণ খুঁজে পাওয়া মুশকিল। হ্যারি পটার ছবিতে আমরা দেখেছি ঝাঁকড়া চুলের মতো উইলো গাছ, গাছেদের হাঁটাচলা। বাস্তবে তো আর সেসব সম্ভব নয়। গাছকে মাটি আঁকড়ে পড়ে থাকতে হয় তার আয়ুষ্কাল পর্যন্ত। ইংল্যান্ডের সাফোকে স্টাওলাঙ্কটাক হল নামে একটি নার্সিং হোম আছে। এর চৌহদ্দিতে এমন এক গাছ আছে যাকে দেখলে বাচ্চারা ভয়ে দু'হাত দিয়ে চোখ ঢাকবে। দ্বিতীয়বার ও-পথ মাড়াবে না। এমন এক
ভয়াল দর্শন গাছ রয়েছে সেখানে। এ গাছের আবিষ্কারক ডেভিড গারহাম ৭০ ফুট উঁচু প্রাচীন এ বিচগাছটির নাম দিয়েছেন 'প্রকৃতির চিৎকার'। প্রখ্যাত চিত্রশিল্পী এডভার্ট মাঞ্চের বিখ্যাত 'দ্য স্ক্রিম' (চিৎকার) চিত্রকর্মের নামকরণ থেকে বিচগাছটির এ নামকরণ করা হয়েছে। গাছের ভয়ঙ্কর রূপটি দেখলেই এ নামের সার্থকতা উপলব্ধি করা যায়। এবড়ো-খেবড়ো দাঁত বের করা গাছটি জিহ্বা বের করে যেন সবকিছু গিলে খেতে উদ্যত। নার্সিং হোমের এক পরিদর্শক বলেন, আমার বাচ্চারা এমন কিম্ভুতকিমাকার ভয়াল আকৃতির গাছ দেখলে অন্তত সাত দিন ঘুমাতে পারবে না। আশপাশের বাসিন্দাদের ধারণা, এটি ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর গাছ। নার্সিং হোমের স্বত্বাধিকারী জ্যাসন প্যালিস্টার জানান, গাছটির বয়স হয়েছে অনেক। বয়সের কারণে এর শরীর থেকে বিভিন্ন সময় ডালপালা ভেঙে পড়ায় গাছটির চেহারা এমন বিদঘুটে হয়েছে। দ্য মেইল।

No comments:

Post a Comment