অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি ৫’ অনুষ্ঠানে ৫ কোটি রুপি জিতে নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন বিহারের সুশীল কুমার। কিন্তু এখন পর্যন্ত তাকে সেই অর্থ দেওয়া হয়নি বলেই সম্প্রতি অভিযোগ তুলেছেন স্বল্প আয়ের এই মানুষটি। অবশ্য তার চেক প্রস্তত আছে বলেই জানিয়েছেন বিগ বি। খবর মিডডেডটকম- এর।
সুশীলকে নিয়ে কেবিসি’র ৫ম মৌসুমের এই পর্বটি প্রচারিত হয়েছিলো ২ নভেম্বর। কিন্তু দেড় মাস পরেও তার ৫ কোটি রুপি প্রাইজ মানির ১ পয়সাও পাননি তিনি। তার ভাষ্যে, ‘এখন পর্যন্ত ১ পয়সাও দেওয়া হয়নি আমাকে। এমনকি আমাকে কবে সেটা দেওয়া হবে সেটাও জানানো হয়নি। চ্যানেল কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো রকম যোগাযোগই করেনি।’
সুশীল আরো বলেছেন, ‘আমি এটাও জানি না, ট্যাক্স কেটে নেওয়ার পর কি পরিমাণ অর্থ আমার হাতে এসে পৌঁছবে। অথচ এরই মধ্যে নিকট আত্মীয়সহ অজস্র মানুষ আমার কাছ থেকে অর্থ সাহায্য নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন।’
সুশীলের এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অসংখ্য মানুষ ট্ইুটারের মাধ্যমে বিগ বি’র কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এর জবাবে তিনি লিখেছেন, ‘সুশীল কুমারকে কেন এখন পর্যন্ত তার প্রাইজ মানি পৌঁছে দেওয়া হয়নি সেটা সবাই জানতে চাইছেন। আসলে তার চেক কিন্তু রেডিই আছে। দিল্লীতে ১৬ তারিখে সিএনএন-আইবিএন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই চেক তার হাতে তুলে দেওয়া হবে। আর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ইচ্ছাতেই।’
বিগ বি আরো লিখেছেন, ‘এ ছাড়া সনি টিভি চ্যানেল ও সুশীলের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ আছে, পর্ব প্রচারের ৬০ দিনের মধ্যে প্রাইজ মানি পৌঁছে দেওয়া হবে। সেই সময়সীমা কিন্তু এখনো পেরিয়ে যায়নি।’
উল্লেখ্য, কম্পিউটার অপারেটর সুশীলের মাসিক আয় মাত্র ৬ হাজার রুপি। ২৭ বছর বয়সী এই যুবকটি স্ত্রী, ভাই-ভাতিজাকে নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন বিহারের পূর্ব চম্পারান জেলায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
No comments:
Post a Comment