মাত্র চার মাস আগে কঠিন অস্ত্রোপচার হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। বেশ কিছুদিন ছিলেন বিশ্রামে, জনমানুষ থেকে আড়ালে। তবে গতকাল শুক্রবার সোনিয়াকে দেখে কেউ বুঝতেও পারেনি, কিছুদিন আগে তিনিই গুরুতর অসুস্থ ছিলেন। হঠাত্ আদিবাসী একদল নারীর সঙ্গে নাচলেন উত্ফুল্ল সোনিয়া।
গতকাল আদিবাসী নারীদের ক্ষমতায়ন নিয়ে জাতীয় কনভেনশনের আয়োজন করে মহিলা কংগ্রেস। মহারাষ্ট্রের আহমেদনগর থেকে আসা ওই আদিবাসীরা সোনিয়াকে তাদের লোকগীতির নাচে ও সুরে তাল মেলাতে আহ্বান করে। সঙ্গে সঙ্গেই তাদের প্রস্তাব লুফে নেন ৬৬ বছর বয়সী সোনিয়া। অনুষ্ঠানে ভাষণ শেষে মঞ্চ থেকে নামলেন তিনি। মিশে গেলেন আদিবাসী নারীদের মাঝে। এরপর নেচে-গেয়ে মিশে গেলেন সাধারণের কাতারে।
গত আগস্টে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার হয় সোনিয়া গান্ধীর। তবে কী রোগে তাঁর অস্ত্রোপচার, সে ব্যাপারে মুখ খোলেননি সোনিয়া বা দলের কেউ-ই। এরপর দলের একাধিক বৈঠকে তিনি ছিলেন অনুপস্থিত। যোগ দেননি লোকসভার সর্বশেষ অধিবেশনেও।
সূত্র: প্রথম আলো.কম, ১৭/১২/২০১১
No comments:
Post a Comment