লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির অস্ত্রভান্ডারের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য পাঁচ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের অস্ত্রবিশেষজ্ঞরা সেগুলো নিস্ক্রীয় করার পর ধ্বংস করেছেন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু সাপিরো বলেছেন, সিদি বিন নূর গ্রামের কাছে ওই অস্ত্রগুলো নষ্ট করে ফেলা হয়। গত নভেম্বর মাসে সাপিরো দাবি করেন, লিবিয়ায় গাদ্দাফির অস্ত্রভান্ডারে ২০ হাজারেরও বেশি অস্ত্রের মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্র এখন লিবিয়ার অন্তর্বর্তীকালীন নেতাদের সঙ্গে আলোচনা করছে। তারা আরও অস্ত্র খুঁজে বের করার চেষ্টা করছে।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-কায়েদা ও জঙ্গি সংগঠনগুলোর কাছ থেকে সব ধরনের ক্ষেপণাস্ত্র খুঁজে বের করার জন্য লিবিয়ার সরকারকে চাপ দিচ্ছে। জাতিসংঘ বলেছে, লিবিয়ায় অস্ত্রের বিস্তার হলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বাড়বে। রয়টার্স।
No comments:
Post a Comment