পাকিস্তানের করাচির একটি মাদ্রাসা থেকে ৫০ জন ছাত্রকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়।
পুলিশ গতকাল সোমবার রাতে করাচির গোথ জেলার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে পুলিশ ছাত্রদের উদ্ধার করে।
এদের সবার বয়স ১২ থেকে ৫০ বছরের মধ্যে। যাদের উদ্ধার করা হয়েছে, তারা প্রধানত পশতুন। ওই মাদ্রাসায় ছাত্রদের নির্যাতন করা হতো। তাদের কম খাবার দেওয়া হতো এবং তালেবানে যোগ দিতে চাপ দেওয়া হতো।
পুলিশ জানিয়েছে, মাদ্রাসাটি যারা চালায়, এমন দুজনকে আটক করা হয়েছে। তবে মাদ্রাসাটির প্রধান পালিয়ে গেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা দাবি করেছেন, ‘এই ছাত্রদের অধিকাংশই মাদকাসক্ত। চিকিত্সার জন্যই তাদের মা-বাবা এই মাদ্রাসায় পাঠিয়েছেন।’
উদ্ধার হওয়া এক ছাত্র বিবিসিকে বলেছেন, ‘সম্প্রতি তালেবানের সদস্যরা এখানে এসেছিল। তারা আমাদের বলেছে, “যুদ্ধের জন্য তৈরি হও”।’
পাকিস্তানের বেশ কয়েকটি মাদ্রাসার বিরুদ্ধে এর আগেও জঙ্গিদের প্রশিক্ষণ ও সহিংস চরমপন্থী সংগঠনগুলোকে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসা আফগানিস্তানে
No comments:
Post a Comment