Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Wednesday, January 18, 2012

দুঃসহ স্মৃতি তাড়া করছে কনকর্ডিয়ার যাত্রীদের (ভিডিও)


চার দিন পার হয়ে গেছে ইতালির প্রমোদতরী কস্টা কনকর্ডিয়ার দুর্ঘটনার। ইতালির তুসকান সমুদ্র উপকূলে পাথরের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে যায় প্রমোদতরীটি। এ দুর্ঘটনায় মারা গেছেন ১১ জন। এখনো খোঁজ পাওয়া যায়নি ২৩ জনের। অনেক যাত্রীই প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে এসেছেন। ফিরে গেছেন তাঁদের স্বজনদের কাছে। কিন্তু
জাহাজে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতিকে এখনো ভুলতে পারছেন না তাঁরা। মৃত্যুকে আলিঙ্গন করে আসা সেই স্মৃতিগুলো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের। স্মৃতিগুলো এখনো জীবন্ত তাঁদের মনে গেঁথে আছে।

জাহাজ থেকে ফিরে আসা যাত্রীরা বিভিন্নজনের কাছে সেই স্মৃতিগুলো রোমন্থন করছেন কেউ কেউ। অভিযোগ করেছেন, জাহাজের কর্মচারীদের অনভিজ্ঞতা তাঁদের কীভাবে ভুগিয়েছে। ফিরে আসা যাত্রীদের স্বজনেরা এখন স্বস্তিতে আছেন তাঁদের প্রিয়জনের ফিরে আসায়। একই সঙ্গে অনেক পরিবার এখনো অপেক্ষায় আছে, তাঁদের স্বজনদের খোঁজে।
জাহাজে ছিলেন মার্কিন নবদম্পতি মেগান মাউরি ও তাঁর স্বামী রবার্ট। বিয়ের পর মধুচন্দ্রিমায় বেরিয়েছিলেন তাঁরা। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে মেগান মাউরি বলেন, ‘ঘটনাটি আমাকে টাইটানিকের কথা মনে করিয়ে দিচ্ছিল। এটি অত্যন্ত ভয়ংকর একটি অভিজ্ঞতা। আমি দেখতে পাচ্ছিলাম, যাত্রীরা কী করবে, বুঝতে না পেরে এদিক-সেদিক ছোটাছুটি করছিল। আমিও বুঝতে পারছিলাম না, আমাদের কী করা উচিত। আমাদের সঙ্গে যা কিছু ছিল, সবকিছুই আমরা হারিয়ে ফেলেছি।’
মেগান মাউরির স্বামী রবার্ট মাউরি বলেন, ‘আমাদের পরনে যা ছিল, তাই নিয়ে আমরা বেরিয়ে পড়ি। সামনে বিপদ জেনে প্রথমে আমরা কেবিনের দিকে দৌড়াচ্ছিলাম। হঠাত্ দেখি জাহাজটি কাত হয়ে দুলছে। টয়লেট থেকে পানি বের হয়ে আসছিল। কেবিনে পৌঁছে দরজা বন্ধ করা মাত্রই জাহাজ থেকে বের হওয়ার সতর্কসংকেত শুনতে পাই।’
যুক্তরাষ্ট্রের আলবেনির একটি পরিবার তাদের স্বজনদের বাঁচাতে পারেনি। তাঁরা বলেন, এ ধরনের দুর্ঘটনা মোকাবিলার জন্য জাহাজের কর্মচারীরা দক্ষ ছিলেন না।
ব্রেইন আহো নামের এক যাত্রী বলেন, জাহাজের কর্মচারীরা তেমন প্রশিক্ষিত ছিলেন না। তাঁরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছেন কিন্তু জীবনরক্ষাকারী সরঞ্জামগুলো কীভাবে ব্যবহার করতে হবে, সেটিই তাঁরা জানত না। রয়টার্স
সূত্র: প্রথমআলো.কম, ১৮/০১/২০১২

No comments:

Post a Comment