Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Tuesday, January 17, 2012

হাঙরের আক্রমণ, কেড়ে নিল প্রাণ (ভিডিও)



সাঁতার জানা থাক আর না থাক, সমুদ্রচরে গিয়ে পানিতে না নামলে তৃপ্তিটা যেন পরিপূর্ণ হয় না। 
অনেকে আবার পানিতে নেমে চোরাবালিতে বা স্রোতের টানে ভেসে গিয়ে সমুদ্রের পানিতে তলিয়েও
 যান। হারিয়ে যান চিরদিনের জন্য। মুহূর্তেই শেষ হয়ে যায় সব আনন্দ। সাগরের অগভীর জলে
সাঁতার কাটতে গিয়ে গত রোববার চিরদিনের জন্য হারিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি।
 কিন্তু কোনো চোরাবালি বা স্রোতের টানে তিনি মারা যাননি। এবারের ঘটনাটি একটু অন্য রকম।
দক্ষিণ আফ্রিকার পূবাঞ্চলীয় সেন্ট জোন্স বন্দরের সমুদ্র উপকূলে অগভীর জলে সাঁতার কাটছিলেন
 ওই ব্যক্তি। আচমকা কোত্থেকে একটি হাঙর এসে তাঁকে আক্রমণ করে। রয়টার্সের স্থির চিত্রে দেখা
 যায়, সমুদ্রচরে বেড়াতে যাওয়া কিছু লোক এবং লাইফ গার্ডের কয়েকজন সদস্য উদ্ধারকর্মী মৃত
 অবস্থায় তাকে সমুদ্র তীরে নিয়ে আসছেন।

No comments:

Post a Comment