মিশরের নীলনদের পরই সবচেয়ে দীর্ঘতম নদীটির নাম অ্যামাজন। সম্প্রতি জানা গেছে, অ্যামাজন নদীর হাজার হাজার ফুট নীচে প্রবাহিত হচ্ছে আরো একটি বিশাল অন্তঃসলিলা নদী।
খবর ডেইলি মেইল-এর।ব্রাজিলের ন্যাশনাল অবজারভেটরি (বিএনও)-এর গবেষকরা এ নদীটির সন্ধান পেয়েছেন।গবেষকদের মতে, নদীটি প্রায় অ্যামাজনের সমান দৈর্ঘ্যরে এবং প্রায় ৩ হাজার ৭০০ মাইল পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠের ওপর অ্যামাজনকে যেভাবে খরস্রোতা নদী হিসেবে দেখা যায় তার চেয়েও প্রবলরূপে বইছে এই অন্তঃসলিলা জলধারা।বিএনও-এর বিশেষজ্ঞ ড. ভালিয়া হামজা জানিয়েছেন, ব্রাজিলের পেট্রোব্রাস নামের তেল কোম্পানির ২৪১টি তেলের কূপ খুঁড়তে গিয়ে ১৯৭০ থেকে ৮০ সালের দিকে এ নদীটির খোঁজ মিলেছিলো। তাপমাত্রার পার্থক্য ধরতে গিয়েই দেখা গেছে, অ্যামাজন নদীটির ১৩ হাজার ১০০ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একটি নদী।
ব্রাজিলের গবেষকরা জানিয়েছেন, ভূপৃষ্ঠের নিচ দিয়ে প্রবাহিত এ স্রোতটি আনুভূমিকভাবে ৬ হাজার ৫০০ ফুট পর্যন্ত গভীর। কিন্তু কোথাও কোথাও এর দিক পরিবর্তন করেছে এবং আরো গভীর হয়েছে।
নতুন এ নদীটির নাম রাখা হচ্ছে এর আবিষ্কারকের নামানুসারে। নদীটির নাম হবে ‘রিও হামজা’। তবে, এটি প্রবাহিত হচ্ছে ধীরে। অ্যামাজনে যেখানে সেকেন্ডে ১ লাখ ৩৩ হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয় সেখানে হামজা বহন করে ৩ হাজার ৯০ ঘন মিটার পানি।
জানা গেছে, এটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।
এ নদীটার স্বীকৃতি মিলবে ২০১৪ সালে।
From:বিডিনিউজটোয়েন্টিফোরডটকম,28.08.2011
No comments:
Post a Comment