সম্প্রতি কানাডার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে প্রায় ৮৭ লাখ প্রজাতির বাস। কিন্তু বিশাল এ প্রজাতির মধ্যে মাত্রই এক চতুর্থাংশের খোঁজ পাওয়া গেছে, বাকি বারো আনা প্রজাতিই এখনো পর্যন্ত অজানা। খবর রয়টার্স-এর।
গবেষকরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্রই ১৯ লাখ প্রজাতির খোঁজ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রের নিচে খোঁজ পাওয়া সাইক্লেডিয় যুগের ফ্রগফিশ, বা চোখহীন চুলওয়ালা চিংড়ি এতোদিন ধারণার বাইরেই ছিলো।
গবেষকরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্রই ১৯ লাখ প্রজাতির খোঁজ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রের নিচে খোঁজ পাওয়া সাইক্লেডিয় যুগের ফ্রগফিশ, বা চোখহীন চুলওয়ালা চিংড়ি এতোদিন ধারণার বাইরেই ছিলো।
কানাডার ডালহৌসি ইউনিভার্সিটির গবেষক বরিস ওর্ম জানিয়েছেন, নতুন প্রজাতি উদ্ভাবনের জন্য আরো গবেষক প্রয়োজন।
তবে, প্রজাতি খুঁজে কোনো লাভ নেই বলেও মনে করেন অনেক গবেষক। আবার অনেক গবেষক মনে করেন প্রজাতির খোঁজ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো মানুষের টিকে থাকার জন্যই কাজে লাগবে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘পিএলওএস বায়োলজি’ সাময়িকীতে।
জানা গেছে, এখন পর্যন্ত খোঁজ পাওয়া ১৯ লাখ প্রজাতির মাত্র ১২ লাখ প্রজাতির নাম অনলাইন এনসাইক্লোপেডিয়া অফ লাইফ-এ তালিকাভুক্ত রয়েছে। মোট ৮৭ লাখ প্রজাতি খোঁজার পর যদি তা তালিকাভুক্ত করতেই হয় তবে আরো ৪০০ থেকে ৫০০ বছর পর্যন্ত লেগে যাবে।
From: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম,28.08.2011
No comments:
Post a Comment