সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা ৩.৪ বিলিয়ন বছরেরও আগের অক্সিজেনবিহীন পৃথিবীতে বেড়ে ওঠা ব্যাকটেরিয়ার ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেছেন। আর গবেষকদের খোঁজ পাওয়া ব্যাকটেরিয়ার এ ফসিলই মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা বিষয়ে গবেষকদের আশাবাদী করে তুলেছে। খবর রয়টার্স-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এই ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছেন। প্রাচীন পাথরের তলানিতে খুঁজে পাওয়া এ ব্যাকটেরিয়াগুলোই এখন পর্যন্ত খোঁজ পাওয়া ফসিলের মধ্যে সবচেয়ে পুরোনো বলেই গবেষকরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চল থেকে প্রাচীন পাথরের নমুনা সংগ্রহ করেছিলেন গবেষকরা। স্ট্রেলি পুল নামের একটি স্থান থেকে এ নমুনা নেয়া হয়েছে। যেখানে কোয়ার্টজ বালুর মধ্যে এ পাথরটি ছিলো।
গবেষকরা জানিয়েছেন, পাথরের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো ছিলো সালফার যৌগ খাদক।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার জিওসায়েন্স সাময়িকীতে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক মার্টিন ব্রাসিয়ার জানিয়েছেন, শেষতক আমরা ৩.৪ বিলিয়ন বছর পূর্বে আদি ব্যাকটেরিয়ার নিশ্চিত প্রমাণ পেয়েছি। ঐ সময় অক্সিজেনহীন পরিবেশেই এসব ব্যাকটেরিয়ার উদ্ভব হয়েছিলো। আর সালফার খাদক এমন ব্যাকটেরিয়া গভীর সমুদ্রের উষ্ণ প্রস্রবণ এলাকায় এখনো টিকে আছে।
From: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এই ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছেন। প্রাচীন পাথরের তলানিতে খুঁজে পাওয়া এ ব্যাকটেরিয়াগুলোই এখন পর্যন্ত খোঁজ পাওয়া ফসিলের মধ্যে সবচেয়ে পুরোনো বলেই গবেষকরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চল থেকে প্রাচীন পাথরের নমুনা সংগ্রহ করেছিলেন গবেষকরা। স্ট্রেলি পুল নামের একটি স্থান থেকে এ নমুনা নেয়া হয়েছে। যেখানে কোয়ার্টজ বালুর মধ্যে এ পাথরটি ছিলো।
গবেষকরা জানিয়েছেন, পাথরের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো ছিলো সালফার যৌগ খাদক।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার জিওসায়েন্স সাময়িকীতে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক মার্টিন ব্রাসিয়ার জানিয়েছেন, শেষতক আমরা ৩.৪ বিলিয়ন বছর পূর্বে আদি ব্যাকটেরিয়ার নিশ্চিত প্রমাণ পেয়েছি। ঐ সময় অক্সিজেনহীন পরিবেশেই এসব ব্যাকটেরিয়ার উদ্ভব হয়েছিলো। আর সালফার খাদক এমন ব্যাকটেরিয়া গভীর সমুদ্রের উষ্ণ প্রস্রবণ এলাকায় এখনো টিকে আছে।
From: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment