Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, September 11, 2011

টাক মাথায় চুল গজানোর বিশেষ পদ্ধতি উদ্ভাবন



টাক মাথায় চুল গজানোর বিশেষ একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। নতুন এ পদ্ধতিতে বৈদ্যুতিক তরঙ্গ মৃত চুলের গোড়ায় সংকেত পাঠিয়ে চুলকে আবারো গজাতে সাহায্য করবে। খবর গিজম্যাগ-এর।

টাক মাথায় চুল গজানোর নতুন এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা।

গবেষক হোর্সলে এ প্রসঙ্গে জানিয়েছেন,

‘বাস্তবে চুল গজানোর জন্য মাথার চামড়ায় এক ধরনের সংকেত কাজ করে। এ সংকেতটিই উদ্ভাবন করা সম্ভব হয়েছে।’

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সেল’ সাময়িকীতে।

গবেষকরা জানিয়েছেন,‘ চুল যখন মরে যায় তখন মাথার ত্বকে চর্বির একটি স্তর সংকুচিত হয় আবার যখন চুল গজায় তখন এই স্তর প্রসারিত হয়। এর পদ্ধতিটির নাম ‘এডিপোজেনেসিস’। বিশেষ এক ধরনের সেল বা কোষ এই কাজের সাথে সম্পর্কিত। এ কোষে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত করে চর্বির স্তর বাড়িয়ে দেবার কাজটি সফল হয়েছে। 

গবেষক হোর্সলে আরো জানিয়েছেন, ‘চর্বি কোষগুলোকে যদি আবারো চুল গজানোর উপযোগী কোষে রূপান্তর করা যায় তবে আমরা টাক মাথায় আবারও  নতুন চুল গজাতে সক্ষম হবো।’


No comments:

Post a Comment