Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, September 16, 2011

এক গ্রহের দুই সূর্য




সত্যিই বিস্ময়কর! একটি গ্রহ আবর্তন করছে একটি নয়, দুটি সূর্যকে। কেপলার টেলিস্কোপের মাধ্যমে এই প্রথম দেখা গেছে একটি গ্রহ একই কক্ষপথে দুটি সূর্যকে আবর্তন করছে। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ কথা জানায়। খবর বিবিসির।

বিষয়টি যেন কাকতালীয়ভাবে স্টার ওয়ারস সিনেমার টেটুন গ্রহের সঙ্গে মিলে গেছে। বিজ্ঞানীরা বলছেন, সিনেমার কাল্পনিক চরিত্র লুক স্কাইওয়াকারের মতো কেউ হয়তো গ্রহটিতে নাও থাকতে পারেন।
পৃথিবী থেকে ২০০ আলোকবর্ষ দূরে এই গ্রহটিতে দুটি সূর্য থাকায় সেখানে সূর্যাস্তও হয় দুবার। তবে কেপলার-১৬বি নামের এ গ্রহটির দুটি সূর্যই আমাদের সূর্যের চেয়ে ছোট। আমাদের সূর্যের তুলনায় একটির আয়তন ৬৯ শতাংশ ও অপরটি ২০ শতাংশ ছোট। সেখানে উপরিভাগের তাপমাত্রা মাইনাস ৭৩ থেকে মাইনাস ১০১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। গ্রহটি একই কক্ষপথে প্রতি ২২৯ দিনে একবার সূর্যদ্বয়কে প্রদক্ষিণ করে।
গবেষণা দলের সহযোগী অ্যালান বস বলেন, ‘কেপলারের মাধ্যমে এটি সত্যিই একটি অবিশ্বাস্য পর্যবেক্ষণ।’
এ গ্রহটিতে শনি গ্রহের মতো বসবাসের অনুপযোগী ঠান্ডা গ্যাস থাকতে পারে। আগে ধারণা করা হতো, কোনো গ্রহের হয়তো দুটি সূর্য থাকতে পারে। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাই প্রথম নিশ্চিত করা হয়েছে।

সূত্র: প্রথমআলো.কম

No comments:

Post a Comment