Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Wednesday, August 24, 2011

বাল্ব দেবে ইন্টারনেট


ইন্টারনেট ব্যবহার সহজলভ্য করতে এবার বিজ্ঞানীরা অভিনব কৌশল বের করেছেন। এখন আপনার বাড়ির সাধারণ 'বাল্ব' ওয়্যারলেস ইন্টারনেট সম্প্রচার কাজে ব্যবহার হতে পারে। যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেরাল্ড হাস বলেন, 'আপনার বাড়ির আলোর সুইচটি অন করে যেন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পেতে পারেন সেই প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি।' তিনি জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা 

জনগণের দোরগোড়ায় পেঁৗছে দিতে তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ''আপনার ঘরের বাল্বের সুইচটি অন করলে ইন্টারনেট সংযোগ থেকে পাঠানো বার্তা ইথারে ভেসে যাবে। অর্থাৎ ব্যবস্থাটি হবে ওয়ারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট পদ্ধতি। এর পাশাপাশি 'লি-ফি' বা 'লাইট ফিডালিটি' পদ্ধতিতে টিভির অব্যবহৃত স্যাটেলাইট সিগন্যাল (টিভি স্পেকট্রাম) ব্যবহার করে তথ্য-উপাত্ত প্রেরণ করা যাবে। বর্তমানে উপাত্ত বা ডাটা পাঠাতে রেডিও তরঙ্গ ব্যবহার করা হচ্ছে। মোবাইল ফোনের তরঙ্গ প্রেরণে হাজার হাজার বেইস স্টেশন ব্যবহার করা হচ্ছে। কিন্তু এ তরঙ্গপ্রবাহ প্রেরক যন্ত্র শীতল রাখতে গিয়ে সিংহ ভাগ এনার্জি ব্যয় করতে হয়। ফলে মোট শব্দ তরঙ্গের মাত্র পাঁচ শতাংশ কাজে লাগে।''
অধ্যাপক হাস বলেন, 'পৃথিবীব্যাপী ৪ হাজার কোটি বৈদ্যুতিক বাল্ব ব্যাবহার করা হয়। আমরা এ বাল্বগুলোকে ইন্টারনেট তরঙ্গ প্রেরণের কাজে ব্যবহার করতে চাই। তা হবে সবার জন্য খুবই সহজসাধ্য।' এ আবিষ্কারকে 'ডিলাইট', নামকরণ করা হয়েছে। ডি-লাইট পদ্ধতিতে প্রতি সেকেন্ডে ১০ মেগাবাইটের চেয়ে দ্রুত ডাটা প্রেরণ করা যাবে। ১০ মেগাবাইট ক্ষমতায় এখন ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বিমান, হাসপাতাল, সামরিক স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান_ সব জায়গা থেকে এ পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার সুবিধা পাবেন ভোক্তারা।
হেরাল্ড হাস বলেন, 'রেডিও তরঙ্গের চেয়ে লাইট স্পেকট্রামে ১০ হাজারের অধিক টাইম স্পেস থাকে। ফলে এ সুবিধা আমরা কাজে লাগাতে পারব।' দ্য মেইল।
সূত্র:সমকাল,24.08.2011

No comments:

Post a Comment