বিশ্লেষকরা বলছেন, মহাজগৎ সৃষ্টিতে যে 'কণিকা' মুখ্য ভূমিকা পালন করেছে বলে বিজ্ঞানীরা মনে করতেন তার আদৌ কোনো অস্তিত্ব আছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। গত মাসে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা 'হিগস বসন' বা 'গড পার্টিকেল' সংক্রান্ত ব্যাখ্যার খুব কাছে পেঁৗছে গেছে। গবেষকরা বলছেন, গবেষণার শেষ পর্যায়ে এসে আমরা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম যে গড পার্টিকেল বলে কিছু
নেই। গত মাসে ভারতের মুম্বাই শহরে এক বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞানীরা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ফরাসি-সুইস সীমান্তে পাহাড়ের গভীর বৃহৎ আকারের 'লার্জ হাডরন কোলাইডার (এলএইচসি) অর্থাৎ সার্ন (ঈঊজঘ) গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এ অভিমত প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধারণা সত্য হলে বিশ্বজগৎ সৃষ্টির রহস্য উদ্ঘাটনে আমাদের নতুন করে পদার্থ বিজ্ঞান নিয়ে ভাবতে হবে। দ্য মেইল।
সূত্র:সমকাল.কম,24.08.2011
No comments:
Post a Comment