- আন্না হাজারে। ফাইল ছবি
- আন্না হাজারে। ফাইল ছবি
অনশন ভাঙতে শর্ত দিয়েছেন গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। আন্নার শর্ত হলো তিনটি। এ তিনটি শর্ত যদি সরকার মেনে নেয়, তবে আন্না হাজারে অনশন ভাঙবেন। আন্না হাজারে বলেছেন, ‘শর্ত তিনটি মানলেই অনশন ভাঙব, তবে আন্দোলন চলবে।’
ভারতে দুর্নীতি রোধ করতে লোকপাল বিল পাস করার দাবিতে আন্না এ অনশন করছেন। গত বৃহস্পতিবার থেকে রামলীলা ময়দানে তাঁর এ অনশন শুরু হয়। শর্ত তিনটি লিখিত আকারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠিয়েছেন তিনি।
দ্য হিন্দু পত্রিকার খবরে বলা হয়, আন্নার শর্ত তিনটি হলো: ১. তাঁর দেওয়া লোকপাল বিল নিয়ে কাল শুক্রবার সংসদে আলোচনা শুরু করা এবং চলতি অধিবেশনেই তা পাস করা, ২. নাগরিক সনদ (সিটিজেন চার্টার) মান্য করা ও ৩. লোকপালের ক্ষমতাসহ প্রত্যেক রাজ্য লোকায়ুক্ত (ন্যায়পাল) নিয়োগ করা (যাতে করে নিচু স্তরের সরকারি কর্মচারীদের এর আওতায় আনা যায়)।
এর আগে গতকাল বুধবার লোকপাল বিল নিয়ে আন্নার প্রতিনিধিরা সরকারগঠিত সর্বদলীয় কমিটির সঙ্গে বৈঠকে আলোচনা করে। তবে সে আলোচনা ভণ্ডুল হয়ে যায়।
No comments:
Post a Comment