মানবজমিন ডেস্ক: একটানা ৫০ ঘণ্টা বেহালা বাজিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন ভারতের পরশ
মনি চৌধুরী। সমপ্রতি এক অনুষ্ঠানে তিনি ৫০ ঘণ্টা বেহালা বাজিয়ে আগের ৩২ ঘণ্টার রেকর্ড ভঙ্গ
করেন। তার এ রেকর্ড ভাঙার বিষয়টি ভারতের প্রখ্যাত লিমকা বুক অব রেকর্ড স্বীকৃতি দিয়েছে। দু’ বছর আগে পরশ একাধারে ৯২ ঘণ্টা সেতার বাজিয়ে লিমকা বুক অব রেকর্ডসে স্থান করে নিয়েছিলেন। এবারের রেকর্ডসের জন্য পরশ ১৪ই জানুয়ারি প্রহ্লাদপুরের মানবমঙ্গল পাবলিক স্কুলে বেহালা বাজানো শুরু করে দীর্ঘ ৫০ ঘণ্টা এক নাগারে বাজিয়ে ১৬ই জানুয়ারি বিকাল বেলা থামেন। এ সময় লিমকা বুকের জুরি সদস্যরা উপস্থিত ছিলেন। বিহারের ভাগলপুরের বাসিন্দা ৩২ বছরের পরশ ১৩ বছর বয়স থেকে সংগীতের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। সংগীতবোদ্ধা পরিবারে জন্মগ্রহণকারী পরশ মায়ের কাছ থেকেই সংগীতের হাতেখড়ি নিয়েছিলেন।
No comments:
Post a Comment