মহৎ মানুষের সাথে অন্য সাধারণ মানুষের তফৎ কি?
কনফুসিয়াস উত্তর দিলেন-,
একজন শ্রেষ্ঠ মানুষ তাঁর পারিপার্শিক সমস্ত কিছুকেই গভীরভাবে উপলব্ধি করতে করেন ।
শ্রেষ্ঠ মানুষেরা মনে করেন ঈশ্বরের ইচ্ছায় সব কিছু চালিত হয় ।
কিন্তু সাধারণ মানুষ ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেয় ।
শ্রেষ্ঠ মানুষ সর্বদাই নিজের ত্রুটি-বিচ্যুতিক বড় করে দেখে ।
এই ত্রুটি-বিচ্যুতি দূর করে জীবনকে আরো ঊর্ধ্বে নিয়ে যাওয়াই থাকে তাঁর লক্ষ ।
কিন্তু সাধারণ মানুষ সর্বদাই অন্যের ত্রুটি-বিচ্যুতিক বড় করে দেখে-নিজেকে মনে করে
সর্বদোষ মুক্ত ।
No comments:
Post a Comment