শিমমি
লিখতে চাই অনেক কিছু লিখতে পারি না
কাছে থাকা মানুষগুলো লাগে অচেনা
সময়ের তালে সময় হারায় স্বজন
অচেনা মানুষগুলোই তখন হয় চেনা।
চেনা-অচেনার ভীরে পথিক আমি
যাযাবর জীবনকে নিয়েছি বেছে
কি আছে দেবার কি আছে পাওয়ার
ভাবি, তুমি আছো কাছে।
তোমার সাধনায় মগ্ন তাই সারাক্ষণ
জানি না কবে পাবো
হারিয়েছি কি হারাতে চাই
নতুন পাগল হবো।
কোলাহলে ভরপুর তবুও লাগে শূণ্য
তুমি দেখা দিলেই হবে পরিপূর্ণ
তোমার আশায় দিয়ে যাই আড়ি
তুমি চাইলেই দিব সাত সাগর পাড়ি।
লিখতে চাই অনেক কিছু লিখতে পারি না
কাছে থাকা মানুষগুলো লাগে অচেনা
সময়ের তালে সময় হারায় স্বজন
অচেনা মানুষগুলোই তখন হয় চেনা।
চেনা-অচেনার ভীরে পথিক আমি
যাযাবর জীবনকে নিয়েছি বেছে
কি আছে দেবার কি আছে পাওয়ার
ভাবি, তুমি আছো কাছে।
তোমার সাধনায় মগ্ন তাই সারাক্ষণ
জানি না কবে পাবো
হারিয়েছি কি হারাতে চাই
নতুন পাগল হবো।
কোলাহলে ভরপুর তবুও লাগে শূণ্য
তুমি দেখা দিলেই হবে পরিপূর্ণ
তোমার আশায় দিয়ে যাই আড়ি
তুমি চাইলেই দিব সাত সাগর পাড়ি।
No comments:
Post a Comment