কারও পক্ষে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তাও কল্পনায় ধরে নিলাম আপনি কেন্দ্রে গিয়েছেন। সেখানে আপনার ওজন হবে শূন্য। অবশ্য ভর (মাস) ঠিক থাকবে। পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত বল কোনো বস্তুকে যত জোরে আকর্ষণ করে সেটাই হলো
তার ওজন। এই আকর্ষণ বলের পরিমাণ পৃথিবীর ব্যাসার্ধের ওপর নির্ভর করে। পৃথিবীর গড় ব্যাসার্ধ ছয় হাজার ৩৭১ কি.মি.। আপনি যদি এক কিলোমিটার গর্ত খুঁড়ে তার ভেতর নামেন তাহলে আপনার ওজন একটু কমে যাবে। কারণ, ওই অবস্থায় পৃথিবীর ভরের যে অংশটুকু আপনার পায়ের নিচের দিকে রয়েছে, সেটাই আপনার কার্যকর ওজন নির্ধারণে অবদান রাখবে। যেহেতু সেখানে পৃথিবীর ব্যাসার্ধ এক কিলোমিটার কম, তাই আপনার ওজন কমে যাবে। এভাবে যত নিচে যাওয়া যাবে, তত ওজন কমতে থাকবে। একেবারে কেন্দ্রে পৃথিবীর ব্যাসার্ধ শূন্য, তাই কার্যকর ওজনও শূন্য হয়ে যাবে। সেখানে আপনার ওপর পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ বল একসঙ্গে ক্রিয়া করবে। ফলে একে অপরকে নাকচ করে ফলাফল শূন্য হয়ে যাবে।
সূত্র: প্রথম আলো
No comments:
Post a Comment