সাদা বলে সাপটি এমনিতেই বিরল। এর মধ্যে আরও ব্যতিক্রম যোগ করেছে জোড়া মাথা। বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রতিটি মাথা দিয়ে এই সাপ আলাদাভাবে চিন্তা করতে পারে। পারে আলাদাভাবে খেতে।
এই অ্যালবিনো (সাদা) সাপটির নাম ক্যালিফোর্নিয়া কিংস্নেক। এটি রয়েছে ইউক্রেনের কৃষ্ণসাগরের তীরবর্তী ইয়ালতা অবকাশযাপন কেন্দ্রের চিড়িয়াখানায়। সাপটি দেখতে প্রতিদিন সেখানে অনেক মানুষ ভিড় করছে। ৬০ সেন্টিমিটার (দুই ফুট) দীর্ঘ তিন বছর বয়সী সাপটি জার্মানি থেকে ধার করা হয়েছে।
স্কাজকা নামের ওই ব্যক্তিগত চিড়িয়াখানার কর্মীরা জানান, সাপটির দুটি মাথাই নিজ নিজ স্বাধীনতার ব্যাপারে সচেতন। খাবার খেতে গিয়ে সব সময় যে মাথা দুটির মধ্যে মতের মিল হয়, তা নয়।
চিড়িয়াখানার পরিচালক ওলেগ জুবকোভ বলেন, মাঝেমধ্যে সাপটির এক মাথা একদিকে যেতে চাইলে, আরেকটি অন্যদিকে যেতে চায়। চিড়িয়াখানার কর্মী রাসলান ইয়াকোভেঙ্কো বলেন, মাঝেমধ্যে খাবার নিয়ে দুই মাথার মধ্যে এমন টক্কর লাগে, তখন প্রতিটি মাথার মুখে আলাদাভাবে খাবার তুলে দিতে হয়। তিনি বলেন, যখন সাপটির খুব খিদে পায়, তখন এক মাথা আরেকটি মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টায় লেগে পড়ে। এএফপি
সূত্র:প্রথমআলো, ১৫/০৭/২০১১
No comments:
Post a Comment