আমরা কত ধরনের প্রতিযোগিতার কথাই না শুনেছি! তবে শরীরে মৌমাছি ধারণ করার প্রতিযোগিতার কথা কালে-ভদ্রে শোনা যায়। এমন একটি ভিন্ন প্রকৃতির প্রতিযোগিতা হয়ে গেছে চীনে। এতে প্রতিযোগী ছিলেন মাত্র দু'জন।
তাদের একজন ওয়াং ডালিন (৪২) এবং অন্যজন লু কোনজিয়াং (২০)। দু'জনেই মৌমাছি চাষ করেন মধু সংগ্রহের জন্য। শরীরের নিম্নাংশে মাত্র দুটি শর্টস পরে সম্পূর্ণ খালি গায়ে তারা এ প্রতিযোগিতায় অবতীর্ণ হন। উভয়ে
ওজন মাপার মেশিনের ওপর দাঁড়িয়ে মৌমাছি ধারণ করতে শুরু করেন। ৬০ মিনিটব্যাপী প্রতিযোগিতায় ওয়াং ডালিন তার শরীরে মোট ২৬ কেজি ৮৬ গ্রাম মোমাছি ধারণ করে বিজয়ী হন। কনজিয়াং ধারণ করেন ২২ কেজি ৯০ গ্রাম মৌমাছি। এ দুঃসাহসিক প্রতিযোগিতা দেখতে অসংখ্য দর্শক ভিড় করেছিল। অনুষ্ঠানের আয়োজকরা বলেন, তারা খালি গায়ে প্রতিযোগিতা না করে নিরাপত্তামূলক পোশাক পরতে পারতেন। একবার ভাবুন, ভুলক্রমে এ সংখ্যক মৌমাছি কাউকে কামড়ালে তার কী দশা হবে! দ্য মেইল অনলাইন।
No comments:
Post a Comment