Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Monday, July 18, 2011

ইউরোপের পর্বতশৃঙ্গে বাঙ্গালী নারী





বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের লক্ষ্যে প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ৩ জুলাই ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অ্যালব্রাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। 
১২ জুলাই ওয়াসফিয়া ও তার দল পর্বতটির সর্বোচ্চ শৃঙ্গ থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে (পর্বতটি ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতাসম্পন্ন) এসে পেঁৗছান।
 বেপরোয়া আবহাওয়া, মধ্যাহ্নের মধ্যে পর্বতটির শিখরে আরোহণের সময়সীমা ও
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপাতত এ পর্যন্ত এসেই ওয়াসফিয়া তার এ যাত্রার ইতি টানতে বাধ্য হন।
রাশিয়ান কর্তৃপক্ষের একজনের মতে, ওয়াসফিয়া নাজরীন হলেন সেই প্রথম বাংলাদেশি, যিনি মধ্য ককেশাশের কোনো পর্বতে আরোহণ করলেন।
১৬ জুলাই নাজরীন দেশে প্রত্যাবর্তন করেন। উল্লেখ্য, আবহাওয়া ও ভিসা সংক্রান্ত জটিলতা শেষ হলে নাজরীন আবার অ্যালব্রাসের উদ্দেশ্যে রওনা দেবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সূত্র:সমকাল

No comments:

Post a Comment