কলকাতার রিকশাচালকদের জন্য সুখবর। রিকশাচালকদের পরিশ্রম কমাতে কলকাতার রাস্তায় সৌরশক্তিচালিত রিকশা চালু হচ্ছে। এই রিকশার নাম দেওয়া হয়েছে সোলেক্সা। এ ধরনের রিকশা সৌরশক্তিতে চলবে।
সোলেক্সা রিকশায় সৌরশক্তিতে ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। এই রিকশা ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে চলবে। সিএসআইআর গবেষণা সংস্থা এটি নির্মাণ করেছে। এই সংস্থার মহাপরিচালক অধ্যাপক সমীর কুমার ব্রহ্মচারী বলেছেন, কলকাতা মহানগরের রাস্তায় পূজার আগেই প্রথম পর্যায়ে এই বিশেষ ধরনের ৫০টি সোলেক্সা রিকশা ছাড়া হবে।
সূত্র:প্রথমআলো.কম
সোলেক্সা রিকশায় সৌরশক্তিতে ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। এই রিকশা ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে চলবে। সিএসআইআর গবেষণা সংস্থা এটি নির্মাণ করেছে। এই সংস্থার মহাপরিচালক অধ্যাপক সমীর কুমার ব্রহ্মচারী বলেছেন, কলকাতা মহানগরের রাস্তায় পূজার আগেই প্রথম পর্যায়ে এই বিশেষ ধরনের ৫০টি সোলেক্সা রিকশা ছাড়া হবে।
সূত্র:প্রথমআলো.কম
No comments:
Post a Comment