শিমমি
সারাদিনের চিন্তা চেতনা
রাতে যখন বাস্তবে রূপ নেয়
তখন আমি অন্য রাজ্যে,
আমার সুখ-দু:খ, আবেগ-অনুভূতি
এক রঙিন খেলায় তখন মগ্ন;
বোঝা দায়-সবি তার মানসী।
ত্রিভুজের মাঝে আটকা পড়েছে মন,
যেখানে ২৪ ঘন্টার মুহূর্ত বিরাজমান
রঙমাখা জীবনে মনটা যেন চিরসবুজ
প্রকৃতির মতো উদার হয়ে
রোদের মতো আলতো আদুরে
ছোঁয়া দিয়ে বলে যায়-
‘ছোট কিংবা ক্ষুদ্র বলে কিছু নেই।’
2001
No comments:
Post a Comment