শিমমি
সবাই যখন কাঁদে
তখন হাসি পায়
হঠাৎ এ কথা?
আজকালকার মানুষের চলাফেরা, কাজকর্ম ও আবেগের ঝুলিগুলো
একেবারে গদবাধা রুটিন হয়ে গেছে,
শৃঙ্খল দ্বারা আবদ্ধ প্রতিটি ঘর;
শিকলে বাঁধা যেখানে মানুষ
সেখানে অতিরিক্ত কিছু দেখাটা-করাটা
আজ পাপ, অপ্রয়োজনীয়।
তার মানে?
নতুবা, কেনইবা সহযাত্রীর মৃত্যুযন্ত্রনা
পৌঁছে না অপর সহযাত্রীর কাছে;
সাহায্য-সহানুভূতির হাতগুলো গুটিয়ে
আজ কঠিন অভ্যেসে বন্দী।
No comments:
Post a Comment