শিমমি
ছোটবেলার স্বপ্ন আর বাস্তব
বহুত ফারাক
তবুও স্বপ্ন তার ছবি আঁকে
তুলিতে রঙ নেই
কাগজ তাই ফাঁকা
মনের রঙে তা
হচ্ছে না আঁকা
জলেতে ভেলা ভাসে
জল আছে
তরী আছে
নেই শুধু
আমি
উচু পাহাড়ে দাঁড়াও
দেখবে দূর দিগন্ত
হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করবে আকাশটাকে
আমারও ইচ্ছে করে
হারাবো প্রকৃতির মাঝে
ছুঁবো বসন্তকে
প্রাণের মাঝে প্রাণ আছে
মনের মাঝে মন
আমার ভিতর আমি নাই
বিষাদগ্রস্থ তাই ক্ষণ
অবহেলায় তাই প্রতিটি ক্ষণ
আলোচনায় অস্থির
নীল আকাশ নীল দিয়ে বলে
ধরে রাখো প্রিয় শির
প্রকাশে বাঁধা
আবেগী কথন
ত্যাগে ত্যাগে তাই
ছিন্ন করে বাধন
এভাবেই চলছে জীবন
এভাবেই কি যাবে?
সাহস দিয়ে এগিয়ে নিতে
আসবে তুমি কবে?
No comments:
Post a Comment