শিমমি
মা, মাগো-আবারো তুমি ফেললে দীর্ঘশ্বাস!
বুকের হাহাকার ধ্বনি-আজো কেন বইছে তোমার হৃদয়ে?
আজো কেন তপ্ত বায়ু জ্বালিয়ে যাচ্ছে রাজ্য
ভাসিয়ে দিচ্ছে, উড়িয়ে নিচ্ছে তোমার সকল স্বপ্ন।
তুমি আজো কেন মেলছো না তোমার পাখা
দখিণ হাওয়ায় ফেলছো না কেন তোমার ঝর্নামাখা হাসি
মেঠোপথে মাড়াচ্ছো না তোমার পদধুলি
তুমি কেন একলা বসে বদ্ধঘরে?
তোমার দৃষ্টি গভীর হয়ে
বিধছে মা আমার বুকে;
প্রশ্নভরা ঐ দু’টি চোখে
এবার শব্দ দাও।
মা, মাগো-একটি শব্দ আমার জন্য
দেশের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য
অন্তত: একটি বারের জন্য দাও
?
?
?
তোদের সামনে এখনো সেই রাজাকারের দল
বলিষ্ঠ পায়ে হেটে বেড়ায়!!
তো-
সেখানে আমি কোথায় দাঁড়াবো, বল?
No comments:
Post a Comment