Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Wednesday, April 20, 2011

পুলিৎজার পুরস্কার জয় করলো বাংলার সিদ্ধার্থ মুখার্জী




পুলিৎজার কর্তৃপক্ষ গত সোমবার সাহিত্যের ছয়টি শাখায় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। ' ভিজিট ফ্রম দ্য গুন স্কোয়াড' বইয়ের জন্য ফিকশন শাখায় পুরস্কার পেয়েছেন জেনিফার ইগান। লেখিকা কে রায়ান তাঁর কবিতা সংকলন 'দ্য বেস্ট অব ইট : নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস'-এর জন্য পদ্য শাখায় পুরস্কার জিতেছেন। বায়োগ্রাফি শাখায় 'ওয়াশিংটন : ইন লাইফ' বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন রন চেরনাউ। ছাড়া এরিক ফোনার 'দ্য ফিয়েরি ট্রায়াল : আব্রাহাম লিংকন অ্যান্ড আমেরিকান স্লেভারি' বই লিখে ইতিহাস শাখায় পুলিৎজার পেয়েছেন। নাটক শাখায় 'ক্লাইবর্ন পার্ক'-এর জন্য পুরস্কার পেয়েছেন ব্রুস নরিস। 
নন-ফিকশন শাখায় পুরস্কার জেতা সিদ্ধার্থ মুখার্জি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ৪০ বছর বয়সী চিকিৎসাবিজ্ঞানীর বই সম্পর্কে পুলিৎজার কর্তৃপক্ষ বলেছে, 'সেখানে মারণব্যাধি ক্যান্সারের হাজার বছরের ইতিহাস উঠে এসেছে। ক্যান্সার প্রতিরোধে মানুষের সাফল্য-ব্যর্থতার তথ্যসংবলিত বইটি ভয়াবহ ব্যাধিকে গভীরভাবে বুঝতে সহায়তা করে।
এর আগে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ২০১০ সালের সেরা ১০টি বইয়ের একটি হিসেবে 'দি এম্পেরর অব অল ম্যালাডিজ : বায়োগ্রাফি অব ক্যান্সার'কে নির্বাচন করে। ছাড়া গত বছর টাইম ম্যাগাজিনের 'প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা'য়ও ছিল সিদ্ধার্থ মুখার্জির নাম।
২০০০ সালে ফিকশন ক্যাটাগরিতে ঝুম্পা লাহিড়ির পুলিৎজার পাওয়ার পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত লেখক হিসেবে পুলিৎজার পুরস্কার পেলেন সিদ্ধার্থ মুখার্জি। তিনি স্ট্যানফোর্ড, অঙ্ফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 






সংগ্রহ : কালের কণ্ঠ ডেস্ক

No comments:

Post a Comment