Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Wednesday, April 20, 2011

হিট স্ট্রোক - কি করবেন?



আবহাওয়ার কারণে শীতের তীব্রতা তেমন অনুভব করা না গেলেও যে গরমের অনুভব তেমন একটা হবে না সেটা বলা যায় না। প্রকৃতি তার নিজস্ব খেয়ালে যতটুকু আদর ভালোবাসা ছড়িয়ে দিয়েছে তার সাথে আমাদের মানুষের সৃষ্টি ও ধ্বংস অনেকগুণে বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছে। যার কারণে প্রকৃতি তার নিজস্ব ভাবধারা থেকে ধীরে ধীরে নতুন ভাবধারায় গমন করা শুরু করেছে। আর তার জন্যই আমরা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার কবলে পড়তে বাধ্য হচ্ছি। অবাক করা কথা হলেও সত্য প্রকৃতির এই বিরূপ আচরেণের জন্য আমরা মানুষরাই দায়ী। 
তবে দায়ী হই বা না হই, সুস্থ্য থাকতে হলে পরিত্রাণ পাবার উপায় অবশ্যই বের করতে হবে। অতিরিক্ত গরম সবাই সহ্য করতে পারেন না। ফলে প্রায়ই স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েপড়েন। এবার জেন নিন হিট স্ট্রোকে কি করবেন। 


গরমে আকস্মিক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। হিট স্ট্রোক কিন্তু অবহেলার বিষয় নয়, কেউ আক্রান্ত হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে। কারণ হিট স্ট্রোকে আক্রান্ত হলে ব্রেইন ও শরীরের বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে।
সাধারণ পঞ্চাশোর্ধ্বরাই বেশি আক্রান্ত হন তবে যে কোনো বয়সের মানুষই প্রচণ্ড গরমের কারণে আক্রান্ত হতে পারেন।

কেন হয়?
সাধারণ দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রার মধ্যে থাকলে, যেমন রোদে হাঁটলে, খেলাধুলা করলে, কাজ করলে কিন্তু একই সঙ্গে শরীরে পানিশূন্যতা থাকলে কিংবা পানিজাতীয় তরল কম পান করলে হিট স্ট্রোক হতে পারে। তীব্র তাপমাত্রা ও পানিশূন্যতার কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা হঠাৎ বিকল হয়ে পড়ে। ফলে তাপমাত্রা হঠাৎ ১০৫ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, বমি বমি লাগে বা বমি হয়, কাঁপুনি হয়, আচার-আচরণ অসংলগ্ন হয়ে পড়ে বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।

অন্যান্য লক্ষণ
- তীব্র মাথাব্যথা
- মাথা ঝিমঝিম করা, মাথা হালকা বোধ হওয়া
- তীব্র গরমেও না ঘামা
- মাংশপেশিতে দুর্বলতা
- হার্টবিট দ্রুত হওয়া।

যা করতে হবে
আক্রান্তকে হাসপাতালে নিতে হতে পারে। তবে তার আগে প্রাথমিক চিকিৎসা হিসেবে_
- আক্রান্তকে দ্রুত ঠাণ্ডা স্থানে নিতে হবে। যেমন গাছের ছায়ায় বা এয়ারকন্ডিশনড ঘরে।
- আক্রান্তের কাপড় যতটা সম্ভব খুলে দিতে হবে, বাতাস করতে হবে।
- শরীরের তাপমাত্রা দ্রুত কমানোর ব্যবস্থা করতে হবে। এ জন্য ভেজা কাপড় দিয়ে পুরো শরীর স্পঞ্জ করে দিতে হবে। প্রয়োজনে বারবার স্পঞ্জ করতে হবে।
- রোগীর জ্ঞান থাকলে দ্রুত গোসল করানোর ব্যবস্থা করতে হবে।
- একবার হিট স্ট্রোক হলে পরবর্তী অন্তত দুই সপ্তাহ রোদে যাওয়া থেকে বিরত থাকতে হবে।

ডা. শামীমুর রহমান
বিএসএমএমইউ, ঢাকা

No comments:

Post a Comment