শিমমি
ভাবনার অন্তরালে ডুবে থাকা মানুষগুলো
ভেসে থাকে স্মৃতির পটে
জলে ফোটা পদ্মের মতো;
সময়ে-অসময়ে মনে পড়ে যায়
স্মৃতির দ্বার খুলে-
ছায়াগুলো এদিক-ওদিক তাকায়,
ভাবতে ভাবতেই নাম না জানা
ইষ্টিশন ছেড়ে চলে যাই ;
খোলা হাওয়ায় পাল ছেড়ে
ডিঙি নিয়ে-বন্দর খুঁজে বেড়াই;
বন্দর আসে বন্দর যায় -
ডিঙি তবু কখনো থামে না.
শীতল বাতাস পাশ দিয়ে বয়
জলধারার বেগ কমে না;
সময়ের স্রোতে সব হারায়
তাই-
হঠাৎ করেই ভাবনা থেমে যায়।
No comments:
Post a Comment