শিমমি
ভেবেছি অনেক কিছু
কিন্তু বলিনি
কেন বলিনি, সে প্রশ্ন তোমার
আদৌ ছিল না।
আমার ঐ নিরবতা
হঠাৎ চুপসে যাওয়া
কিংবা উদাসীনতা
তোমার ভাবুক মনে
একটুও দোলা দেয়নি।
তবে ভেবেছি অনেক কিছু
কিন্তু বলিনি।
মানুষের অনেক ক্ষমতার একটি
বুঝতে পারা
জ্ঞান থাকুক বা না থাকুক
বোধশক্তিটুকু থাকে
যার প্রতিফলন শুধু
আমাতে ঘটেছে
চেষ্টা করেছি বারংবার
এই বুঝি নদীতে চর জেগে উঠলো
বিধিবাম!
ললাটে দাগ পড়েছে যে জলের
তারতো কাটাকুটি নেই
নেই কোন রঙ
তাইতো মিছে মিছে ছুটেছি
বাতাসের বেগটাকে নৈরাশ্যে হাতরিয়েছি
খুঁজতে চেয়েছি রতন
ভেবেছি আমি
ভেবেছি অনেক কিছু
কিন্তু বলিনি।
No comments:
Post a Comment