শিমমি
রাস্তার ঐ মেয়েটির বাঁকা চাহনি
হঠাৎ করেই যেন গায়ে এসে পড়লো
লক্ষ্য করলাম-
বাতাসে তার চুলগুলো উড়ছে
হাতে কালো সানগ্লাস নিয়ে
লম্বা চটের থলিটি কাধে
ঝুলিয়ে হেটে চলছে আর
আর হাসছে মুগ্ধ করা ভঙ্গিতে
আমার নদীতে
আচমকাই যেন
একটা ঝড়ের আশঙ্কা জন্ম নিতে চাইলো
উপলব্দির মাঝে একটা আশার ছায়া
আবিষ্কার করতে চাইলাম
কিন্তু পরক্ষণে বিবেক বললো-
‘এ তোমার ভুল ধারণা’।
No comments:
Post a Comment