Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Saturday, October 1, 2011

পেসমেকারের উদ্ভাবক উইলসন............

হৃদযন্ত্রে স্থাপনযোগ্য পেসমেকারের উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ মারা গেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের বাফেলোতে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। 


পেসমেকারের উদ্ভাবন গত কয়েক দশকের সবচেয়ে উল্লেখযোগ্য প্রযুক্তিগত আবিষ্কারের একটি বলে স্বীকৃত। রোগাক্রান্ত হৃদযন্ত্রে পেসমেকার স্থাপনের মাধ্যমে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা যায়। যন্ত্রটির উদ্ভাবনে বিশ্বের লাখ লাখ হৃদরোগী আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

১৯৬০ সালে মানবদেহে প্রথম পেসমেকার স্থাপন করা হয়। এটি স্থাপনের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন স্বাভাবিক হয়। এখন প্রতি বছর বিশ্বের কয়েক লাখ মানুষ হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে দেহে পেসমেকার স্থাপন করে।

গ্রেটব্যাচের মৃত্যুর কারণ জানা যায় নি। তার মেয়ে অ্যানি মার্শিয়েলারো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আর জামাতা ল্যারি মার্শিয়েলারো জানান, কিছুদিন যাবৎ তার শরীরের অবস্থা খারাপ যাচ্ছিলো।

১৫০টিরও বেশি উদ্ভাবনের স্বত্ব (প্যাটেন্ট) রয়েছে গ্রেটব্যাচের।


From:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment