Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, March 8, 2012

প্রথম শ্রেণীতে প্রথম হলেন একজন ছাত্রী


স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন আনা ফারিহা
স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন আনা ফারিহা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো একজন ছাত্রী আনা ফারিহা স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। সিএসই বিভাগের ২০ বছরের ইতিহাসে এর আগে কোনো ছাত্রী প্রথম শ্রেণীতে প্রথম হননি।
আনা ফারিহা ক��ষ করেন দারুণ ফলাফলের মাধ্যমে। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অর্জন করেন ৪৪তম স্থানটি। মেধাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় আগ্রহী আনা ফারিহা প্রথম আলোকে বলেন, ‘চার বছরের পূর্ণাঙ্গ ফল হচ্ছে চূড়ান্ত ফলাফল। তাই শুরু থেকেই পড়াশোনার প্রতি বেশ আগ্রহী ছিলাম।’ এ
সফলতার পেছনে নিজের বাবা-মা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা স্মরণ করেন তিনি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ইচ্ছের কথাও জানান আনা ফারিহা।
সিএসই বিভাগের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, ‘এটি সত্যিই একটি ভালো খবর, এই প্রথম একজন মেয়ে সিএসই বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। তবে শিক্ষার ক্ষেত্রে ছেলে বা মেয়ে বিষয়টি আলাদা নয়। মেধার মূল্যায়নে যে যার মতো ভালো করছে।’ 
গত মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি) এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ২০১২ উপলক্ষে একটি গোলটেবিল বৈঠকে আনা ফারিহাকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়। এ সময় বিডব্লিউআইটির সভাপতি লুনা শামছুদ্দোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক চেয়ারম্যান সুরাইয়া পারভীনসহ অনেকে উপস্থিত ছিলেন। —নুরুন্নবী চৌধুরী

সূত্র: প্রথমআলো.কম, ০৮/০৩/২০১২

No comments:

Post a Comment